চীনসহ বিশ্বের নানা দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে। ফলে জীবনঘাতী এই ভারসটির সংক্রমণ ঠেকাতে করোনা নীতিতে পরিবর্তন এনেছে পর্যটক নির্ভর দেশ থাইল্যান্ড।
সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটকদের করোনা টিকার সনদ দেখাতে হবে।
ওই মন্ত্রী আরও জানিয়েছে, এখন থেকে করোনা টিকার প্রমাণপত্র যাচাই করে দেখা হবে। তবে যাদের করোনা টিকা নেই তাদেরও থাইল্যান্ডে বিনা বাধাতেই ঢুকতে দেওয়া হবে। তবে তাদের বিষয়ে বিশেষজ্ঞরা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
গত বছরের নভেম্বর মাসে থাইল্যান্ডে ১৭ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেছে। চীন সীমান্ত খুলে দেওয়ায় দেশটি আবারও বাড়তে শুরু করেছে চীনা পর্যটকদের সংখ্যা।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল