পেটের অসুখ নিয়ে যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে ভর্তি করা হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। তার স্ত্রী জানিয়েছে, সোমবার ফ্লোরিডার অরল্যান্ডোর একটি হাসপাতালে বলসোনারোকে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।
এদিকে, বলসোনারোর সমর্থকেরা ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে হামলা ও ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পরই বলসোনারোকে হাসপাতালে ভর্তি হওয়ার খবর এলো। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত এক হাজার ৫০০ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
বলসোনারোর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সাবেক প্রেসিডেন্টের অবস্থা দুশ্চিন্তা করার মতো না। ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে লুলার শপথ গ্রহণের দু’দিন আগেই দেশটি ছেড়ে যুক্তরাষ্ট্রে আসেন বলসোনারো। এদিকে যুক্তরাষ্ট্রে বলসোনারোর অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ বাড়ছে।
বিডি-প্রতিদিন/শফিক