এবার ১৪০ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিকল হয়ে গেল প্লেনের হাইড্রোলিক ব্যবস্থা। এতে সম্পূর্ণ জরুরি অবস্থা জারি করা হল বিমানটিতে। করা হল জরুরি অবতরণ।
সোমবার ঘটনাটি ঘটেছে ভারতে। জানা গেছে, এদিন দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ওই বিমানে যাত্রী ছিলেন ১৪০ জন।
গন্তব্য ছিল ভুবনেশ্বর। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই সেটিকে দিল্লি বিমানবন্দরেই জরুরি অবতরণ করলেন পাইলট। কিন্তু কেন? আকাশের ওড়ার পর আচমকাই ককপিটে হাইড্রোলিক ব্যবস্থা বিকল হয়ে গিয়েছিল। সূত্র: দ্য স্টেটসম্যান, বিজনেস টুডে, দ্য প্রিন্ট, জিনিউজ
বিডি প্রতিদিন/কালাম