সৌদি কর্মকর্তাদের বরাতে কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ২০২৩ সালে হজ ফিরছে করোনা পূর্ববর্তী সময়ের মতো স্বাভাবিক নিয়মে।
করোনা সংক্রমণে ঝুঁকি এড়াতে হজে নানা রকম বিধি-নিষেধ আরোপ করেছিল সৌদি আরব।
সৌদির হজ ও উমরাহ মন্ত্রী তাওফিক বিন ফাওজান আল রাবিয়াহ সোমবার বলেছেন, ‘আমি আপনাদেরকে দুটো ভালো খবর দিতে চাই। প্রথমটি হলো, এবার করোনা পূর্ববর্তী সময়ের মতোই স্বাভাবিক সংখ্যক মানুষ হজে অংশ নিতে পারবেন এবং কোনো বয়সের সীমা থাকছে না।’ ‘আর দ্বিতীয়টি হলো, চাহিদা বা শর্ত পূরণ করলে বিশ্বের সব দেশের সরকার অনুমোদিত হজ মিশনকেই এবার সুযোগ দেওয়া হবে।’
২০১৯ সালে ২৪ লাখের বেশি মানুষ হজে অংশ নিয়েছিল। ২০২০ সালে অপ্রতাশিতভাবে করোনার কারণে সেই সংখ্যা নেমে আসে হাজারে। ২০২১ সালে ৬০ হাজার মানুষ হজের সুযোগ পেয়েছিল। ২০২২ সালে হজের সুযোগ পায় ৯ লাখ মানুষ।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল