নওরোজিয়ান সাগরে একটি রাশিয়ার যুদ্ধ জাহাজ হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ মহড়া চালিয়েছে।
মঙ্গলবার এ খবর জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এডমিরাল অব দ্য ফ্লিট অব দ্য সোভিয়েত ইউনিয়ন গোরশকভের ক্রু সদস্যরা নওরোজিয়ান সাগরে আকাশ প্রতিরক্ষা বিষয়ক মহড়া চালিয়েছে।
গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতি আটলান্টিক সাগরে অস্ত্র ও নতুন প্রজন্মের হাইপারসনিক ক্রুস ক্ষেপণাস্ত্রসহ যুদ্ধ জাহাজ পাঠিয়েছেন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল