রুশ বাহিনীকে মোকাবিলায় ইউক্রেনকে প্রথমবারের মতো চ্যালেঞ্জার-২ নামে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার কথা বিবেচনা করছে ব্রিটেন। তবে এ বিষয়ে ব্রিটিশ সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
গতকাল সোমবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে ব্রিটিশ সেনাবাহিনীর চ্যালেঞ্জার ২ ট্যাংক ইউক্রেনকে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। প্রায় ১০টি চ্যালেঞ্জার ২ ট্যাংক দেওয়া হতে পারে ইউক্রেনকে।
চ্যালেঞ্জার ২ যুদ্ধের ট্যাংক এমনভাবে তৈরি করা হয়েছে, যা দিয়ে অপর ট্যাংককে আক্রমণ করা যায়। ব্রিটিশ সেনাবাহিনীতে ১৯৯৪ সাল থেকে এটি মজুত রয়েছে। বসনিয়া ও হার্জেগভিনা, কসোভো ও ইরাকে এই ট্যাংক মোতায়েন করেছিল ব্রিটিশ সেনাবাহিনী।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, "ইউক্রেনকে এখনও পশ্চিমা ধরনের ট্যাংক সরবরাহ করা হয়নি এমন কোন যুক্তিসঙ্গত কারণ নেই।" তিনি পরবর্তী রামস্টেইনের বৈঠককে একটি মূল বিষয় হিসেবে তুলে ধরেন যেখানে একটি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
সূত্র : গার্ডিয়ান।
বিডি-প্রতিদিন/বাজিত