ভারতের কর্নাটকের বেঙ্গালুরুতে নির্মাণাধীন মেট্রোর পিলারে নীচে চাপা পড়ে এক নারী ও তার আড়াই বছর বয়সী ছেলে মারা গেছে। এই দুর্ঘটনায় ওই নারীর স্বামী ও তার কন্যা সন্তান আহত হয়েছে।
মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর নাগাভারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাইকে করে যাওয়ার সময় ওই দম্পতি ও তাদের দুই সন্তানের ওপর লোহার ওই পিলারটি ভেঙে পড়ে। আহত অবস্থায় তেজাসবানি ও তার পুত্রকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
গুরুতর আহত তেজাসবানির স্বামী লোহিথ ও মেয়েকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে লোহার তৈরি ওই পিলারগুলো লম্বায় ছিল ৪০ ফিট।
বিডি প্রতিদিন/নাজমুল