গত ডিসেম্বরে ইসরায়েলে নতুন সরকার গঠন করেন বেঞ্জামিন নেতানিয়াহু।
সেদেশে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের জেরে ২০২২ এর শেষে দেখা যায় রাজনৈতিক পালাবদল। সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে মসনদে ফেরেন নেতানিয়াহু।
বুধবার তার সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্বের সমীকরণ গোটা আন্তর্জাতিক রাজনীতিতেই চর্চিত বিষয়।
এদিন ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে ফোন যায় ইসরায়েলে। দুই প্রধানমন্ত্রী কথা বলেন ফোন-সংযোগে। জানা গেছে, খুব শিগগিরই ভারত সফরের জন্য বেঞ্জামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।
ইসরায়েলের আবারও প্রধানমন্ত্রী হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহু মসনদে বসার পর তাকে অভিনন্দন বার্তা জানাতেই এই ফোন করেন মোদি।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ