আকাশচুম্বী ভবনের শহর হিসেবে পরিচিত দুবাই। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাও এই শহরেই অবস্থিত। সেখানে রয়েছে বিশাল উঁচু শপিং মল ও পাঁচতারা হোটেল। প্রায় প্রতিবছরই সেখানে খোলা হয় আরও নতুন নতুন আকাশচুম্বী ভবন।
২০২৩ সালেও এই নিয়মের ব্যতিক্রম হবে না। কেননা, এই বছর দুবাইতে খোলা হচ্ছে বেশ কয়েকটি নতুন হোটেল। আসুন দেখে নেওয়া যাক- এ বছর কোন কোন নতুন হোটেল খুলতে যাচ্ছে দুবাই।
আটলান্টিস, দ্য রয়েল
চলতি জানুয়ারিতেই উদ্বোধন হতে যাচ্ছে ‘আটলান্টিস, দ্য রয়েল’ নামের এই উদ্বোধন। দুবাই শহরে এটি হতে যাচ্ছে এ বছরের উত্তেজনাপূর্ণ উদ্বোধনগুলোর মধ্যে অন্যতম।
সম্ভবত দুবাইয়ের সবচেয়ে উত্তেজনাপূর্ণ আসন্ন উদ্বোধনগুলোর মধ্যে একটি হল আটলান্টিস, দ্য রয়েলের উদ্বোধন। ৪৩ তলা এই ভবনটিতে থাকছে ৪ লাখ ৬ হাজার বর্গমিটারের জায়গা। এতে থাকছে মিটার উঁচু স্কাই পুল। দুবাই স্কাইলাইন এবং আরব সাগরের অত্যাশ্চর্য দৃশ্য সমন্বিত মার্জিত কক্ষ, স্যুট এবং স্বাক্ষরিত পেন্টহাউসের একটি সংগ্রহ শালা হতে যাচ্ছে এটি।
সেখানে রেস্তোরাঁর মধ্যে থাকছে- গ্যাস্টন আকুরিওর লা মার, নোবু বাই দ্য বিচ, শেফ জোসে আন্দ্রেস জালিও। ২৩তম তলায় হেস্টন ব্লুমেন্থাল এবং লিং লিং দুবাইয়ের ডিনার হবে।
চলতি জানুয়ারিতেই খুলতে পারে হোটেলটি।
বাব আল শামস ডেজার্ট রিসোর্ট
চলতি বছরের এপ্রিলের পুনরায় চালু হতে যাচ্ছে ‘বাব আল শামস ডেজার্ট রিসোর্ট’ নামের হোটেলটি।
হোটেলটি নতুন নয়। ২০২২ সালের মে মাস থেকে এটি বন্ধ ছিল। হোটেলটির সংস্কার কাজ শেষে আগামী এপ্রিলেই এটি পুনরায় চালু হতে পারে।
নতুন আধুনিক আরবি রেস্তোরাঁ, রুফটপ লাউঞ্জ এবং আউটডোর খাবারের আয়োজন নিয়ে চালু হতে যাচ্ছে এটি। রিসোর্টের আগের মরুভূমি শিথিলকরণ থিমের সাথে মিল রেখে, একটি হাম্মাম, প্লাঞ্জ পুল এবং দম্পতির চিকিৎসা কক্ষসহ একটি মরুভূমি স্পা থাকছে হোটেলটিতে।
দ্য লানা
আগে এর নাম ছিল ‘ডোরচেস্টার’। নতুন নাম ‘দ্য লানা’ নামে চালু হতে যাচ্ছে ব্লক আকৃতির ভবনের হোটেলটি।
হোটেলটিতে রয়েছে ২২৫টি কক্ষ এবং বুর্জ খলিফার দৃশ্য। এটি এ বছরের সবচেয়ে বিলাসবহুল উদ্বোধন হতে চলেছে দুবাইয়ে। ইন্টেরিয়র ডিজাইনার গিলস এট বোইসিয়ার বিজনেস বে এর পানির পাশাপাশি আমিরাতি সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে এর নকশা করা হয়েছে। এছাড়াও ১৮তলায় একটি সান্ধ্য রেস্তোরাঁ এবং একটি প্যাটিসেরি থাকছে হোটেলটিতে। গ্রীষ্মকালে উদ্বোধন হতে পারে হোটেলটি।
ফাইভ লাক্স
পার্টি হোটেল ফাইভ পাম জুমেইরাহ এবং ফাইভ জুমেইরাহ ভিলেজের মতো এবার আসছে ফাইভ লাক্স। একই ব্র্যান্ড দ্বারা পরিচালিত এই হোটেলটি। ২৩২ হোটেলটি দুবাইয়ের জেবিআর-এ অবস্থিত, যেখানে করিন্থিয়া মেদান ছিল। ইউ-আকৃতির হোটেল ভবনটিতে থাকছে ছয়টি রেস্তোরাঁ। থাকবে ২০২৩ সালে এটি চালু হবে আশা করা যাচ্ছে।
জুমেইরাহ মারসা আল আরব
জুমেইরার এই নতুন রিসোর্টটি একটি সুপার ইয়ট দ্বারা অনুপ্রাণিত। বুর্জ আল আরবের পাশে অবস্থিত হোটেলটির নিজস্ব প্রসারিত ব্যক্তিগত সৈকত থাকবে। এতে ৮৩টি হোটেল অ্যাপার্টমেন্টসহ ৩৮৬টি কক্ষ থাকবে। স্বাভাবিকভাবেই, জুমেইরাহ হোটেল হওয়ার কারণে, এটির উদ্বোধনের সাথে বেশ কয়েকটি জমকালো রেস্তোরাঁও খোলা হবে। দিনক্ষণ নির্ধারণ না হলেও চলতি ২০২৩ সালেই রিসোর্টটি উদ্বোধন হবে বলে আশা করা যাচ্ছে।
কেম্পিনস্কি ফ্লোটিং প্যালেস
কেম্পিনস্কি ফ্লোটিং প্যালেস, আরব উপসাগরে ভাসমান নতুন হোটেল। জুমেইরাহ বিচ রোডের পানিতে অবস্থিত ১৫৬টি কক্ষ, ১২টি বিলাসবহুল ভিলা এবং ১২টি কাচের বোট হাউসসহ, এখানে উচ্চমানের রেস্টুরেন্ট, বুটিক শপ এবং একটি স্পাও থাকবে।
যাদের ইয়ট আছে তারাও এখানে ডক আপ করতে পারবে এবং ফাইভ-স্টার সুবিধাগুলো ব্যবহার করতে পারবে।
চলতি বছর এই হোটেলটিও উদ্বোধন হবে বলে আশা করা যাচ্ছে।
এনএইচ দুবাই দ্য পাম
এনএইচ দুবাই দ্য পাম, এটি অনন্তরা হোটেলের একটি শাখা। ২০২৩ সালেই দুবাইয়ের পাম জুমেইরাহতে উদ্বোধন হতে যাচ্ছে এটি। ‘এনএইচ দুবাই দ্য পাম’ নতুন সেভেন পাম প্রকল্পের দক্ষিণ টাওয়ারে অবস্থিত, যার উত্তর টাওয়ারে অ্যাপার্টমেন্টও থাকবে। দুটি টাওয়ার অনন্যভাবে ডিজাইন করা ইনফিনিটি পুল দ্বারা সংযুক্ত, যা এই নতুন হোটেলের ড্রকার্ড বলে মনে হচ্ছে।
মামা শেল্টার
দুবাইতে এবার চালু হচ্ছে ‘মামা শেল্টার নামে একটি নতুন হোটেল। এটি প্যারিসিয়ান হোটেল ব্র্যান্ড দ্বারা পরিচালিত। লন্ডন এবং প্রাগেও এর শাখা রয়েছে।
‘মামা শেল্টার’ একটি অদ্ভুত বাজেট-বান্ধব হোটেল। এটি চলতিই বছরই উদ্বোধন হবে বলে আশা করা যাচ্ছে। হোটেলটিতে ১৯৭টি কক্ষ থাকবে, প্রতিটি কক্ষেই মজাদার শৈলী থাকবে। সেখানে থাকবে অল-ডে রেস্তোরাঁ, একটি স্পিসিজি বার এবং পিজা রেস্টুরেন্ট। এছাড়াও একটি বড় পুল ডেক এবং বিজনেস বে-এর বাইরেও ছাদের (রুফটপ) স্কাইলাইন বার থাকবে সেখানে।
ওয়ান অ্যান্ড অনলি ওয়ান জাবিল
স্থপতি ‘নিকেন সেক্কেইয়ের’ নকশায়, বুর দুবাইয়ের কাছে জাবিলে খোলা হচ্ছে দুই টাওয়ারের নতুন এই হোটেলটি। অনন্য আকৃতির বিল্ডিংয়ের এই হোটেলে থাকবে শহরের ৩৬০-ডিগ্রি ভিউ, রেস্তোরাঁ এবং একটি বিলাসবহুল সুইমিং পুল ডেক। এটিও ২০২৩ সালেই উদ্বোধন হবে বলে আশা করা যাচ্ছে।
এসও/আপটাউন দুবাই
‘এসও/আপটাউন দুবাই’ নামে একটি নতুন হোটেল খুলছে জেএলটি। বিশাল নতুন গগনচুম্বী টাওয়ারের হোটেল একটি পাঁচতারা বিলাসবহুল হোটেল, যার ভিতরে ১৮৮টি কক্ষ থাকবে, অফিস স্পেস থাকবে।
এর নকশা করেছে ডিজাইনার ব্র্যান্ড রাফ ও রুশো। চলতি বছরেই উদ্বোধন হতে পারে এটি।
ভোকো দুবাই দ্য পাম
দুবাইয়ের পাম ওয়েস্ট বিচে চালু হচ্ছে ‘ভোকো দুবাই দ্য পাম’ নামের এই বুটিক হোটেলটি। এতে থাকছে ১৩৮টি কক্ষ এবং ব্যক্তিগত সৈকত অ্যাক্সেস, একটি বাজেট-বান্ধব হোটেল হবে। এখানে ইউরোপীয় রেস্তোরাঁ মেসন ম্যাথিস এবং রুফটপ পুল বার ফ্রেনিয়া থাকবে। ২০২৩ সালেই উদ্বোধন হতে পারে হোটেলটি।
তথ্যসূত্র: টাইম আউট দুবাই
বিডি প্রতিদিন/কালাম