১৬ জানুয়ারি, ২০২৩ ০৯:৫৩

স্বপ্ন পূরণের আগ মুহূর্তে স্বামীর পরিণতিই বরণ করলেন নেপালের সেই প্লেনের কো-পাইলট

অনলাইন ডেস্ক

স্বপ্ন পূরণের আগ মুহূর্তে স্বামীর পরিণতিই বরণ করলেন নেপালের সেই প্লেনের কো-পাইলট

দুর্ঘটনা কবলিত প্লেনের ধ্বংসাবশেষ (বামে) ও কো-পাইলট অঞ্জু খাটিবাডা। ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ প্লেন দুর্ঘটনায় ছয় নবজাতক ও শিশুসহ অন্তত ৬৮ জন নিহত হয়েছে। রবিবার দেশটির পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের অভ্যন্তরীণ একটি ফ্লাইট বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

এই ফ্লাইটে কো-পাইলট ছিলেন অঞ্জু খাটিবাডা। আর মাত্র কয়েক সেকেন্ড বাদেই পূরণ হত তার স্বপ্ন। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এই উড্ডয়ন সম্পূর্ণ করলেই তিনি পাইলট পদে উন্নীত হতেন। কিন্তু তার সেই লক্ষ্য অধরাই থেকে গেল। বহু যাত্রীর সঙ্গে প্রাণ হারালেন তিনিও।

১৬ বছর আগে, তিনি তার স্বামী দীপক পোখরেলকে হারান এ রকম এক বিমান দুর্ঘটনায়। তার স্বামীও ইয়েতি এয়ারলাইন্সের কো-পাইলট ছিলেন।

স্বামীর মৃত্যুর পর, তার অধরা স্বপ্নকেই নিজের লক্ষ্যে পরিণত করেন অঞ্জু। জীবনের দিশা বদলে ফেলেন। আমেরিকায় গিয়ে পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন। ফিরে এসে যোগ দেন ইয়েতি এয়ারলাইন্সে। কিন্তু রবিবার থেমে গেল তার সেই যাত্রা। সূত্র: দ্য নেপাল পোস্ট, নিউজ এনসিআর, ট্যুরিজম মেইল

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর