ইঞ্জিনে পাখির ঝাঁকের সাথে ধাক্কা খেয়ে একটি মার্কিন বিমান কিউবায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। বিমান কোম্পানি সাউথইস্ট বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানটি কিউবার হাভানা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে যাচ্ছিল। রবিবার সকালে উড্ডয়নের পর পাখির সাথে ধাক্কা লাগলে বিমানটিতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।
বিমান চালক নিরাপদে হাভানায় অবতরণ করেছে বলে জানানো হয়েছে এয়ার লাইন্সটির পক্ষ থেকে। এসময় সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
বিমানে থাকা এক যাত্রী বলেছেন, ‘এসময় কেউই শ্বাস করতে পারছিল না।’ ‘ফুসফুসে প্রচণ্ড জ্বালাপোড়া করছিল।’ ‘মানুষজন ও শিশুরা চিৎকার করছিল।’
ওই বিমানটিতে ১৪৭ যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিল।
কিউবার অ্যাভিয়েশন করপোরেশন জানিয়েছে, সব যাত্রীই ভালো আছেন। আর এই ঘটনায় ক্ষমা চেয়েছে এয়ার লাইন্স কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল