৬ এপ্রিল, ২০২৩ ২২:২০

পরমাণু অস্ত্র মোতায়েন আলোচনার মধ্যে বৈঠক করলেন পুতিন-লুকাশেঙ্কো

অনলাইন ডেস্ক

পরমাণু অস্ত্র মোতায়েন আলোচনার মধ্যে বৈঠক করলেন পুতিন-লুকাশেঙ্কো

বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৈঠক করেছেন। বৈঠকে তারা দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, একটি ইউনিয়ন চুক্তির আওতায় সহযোগিতা বৃদ্ধিতে ঘনিষ্ঠভাবে কাজ হবে। বেলারুশ-রাশিয়ার সহযোগিতার লক্ষ্য গভীর রাজনৈতিক, সামরিক  এবং অর্থনৈতিক সম্পর্ক।

ইউক্রেনে আক্রমণ করতে রাশিয়া বেলারুশকে ব্যবহার করেছে। সেখানে রাশিয়া সৈন্য এবং সমরাস্ত্র মজুদ রেখেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কৌলশগত পরমাণু অস্ত্র মোতায়েন করতে বেলারুশে সংরক্ষণাগার নির্মাণ আগামী ১ জুলাইয়ের মধ্যে শেষ হবে।

রাশিয়ার নিউজ এজেন্সি ইন্টারফ্যাক্স জানিয়েছে, লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পুতিন বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টি আলোচনা করেননি। উল্লেখ্য, গত ২৬ মার্চ প্রতিবেশী ও মিত্রদেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর