ইউক্রেনের এক সেনা সদস্যকে শিরশ্ছেদ করার অভিযোগ উঠেছে। ইউক্রেনীয় সেনার শিরশ্ছেদের দুইটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর এই অভিযোগ উঠেছে।
আল জাজিরার খবর অনুসারে, একটি ভিডিওতে দেখা গেছে, ইউনিফর্ম পরা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির শিরোশ্ছেদ করছে। যার শিরোশ্ছেদ করা হয় তার হলুদ আর্ম ব্যান্ড পরা ছিল। এই আর্ম ব্যান্ড ইউক্রেনের সেনারা পরিধান করে।
ইউক্রেনের কর্মকর্তারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
সোমবার মার্কিন থিংক ট্যাংক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)-এর পর্যালোচনায় বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় ইউক্রেনের বাখমুতে রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ যুদ্ধাপরাধ করেছে বলে খবর পাওয়া গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে বলেন, ‘কিছু বিষয় আছে যা বিশ্বের কেউ এড়িয়ে যেতে পারে না। এসব পশুরা কত সহজে হত্যা করে।
তিনি আরও বলেন, ‘আমরা কোনো কিছুই ভুলে যাব না। হত্যাকারীদের আমরা ক্ষমাও করব না। সব কিছুর জন্য আইনগত দায়িত্ব-কর্তব্য রয়েছে। সন্ত্রাসের পরাজয় হওয়া প্রয়োজন।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        