ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতায় থাকাকালীন যেমন আলোচনায় ছিলেন, মেয়াদ শেষ হওয়ার পরও প্রায়ই সংবাদের শিরোনাম হতে তিনি।
সম্প্রতি পর্নতারকাকে অর্থ প্রদান মামলায় গ্রেফতার ও আইনি জটিলতা নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ট্রাম্প। সেই সঙ্গে আগামী ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করেও চলতি বছরের শুরুতেই বেশ চমক দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনী প্রচারণার মাধ্যমে চলতি বছরের প্রথম তিন মাসে প্রায় দেড় কোটি (১ কোটি ৪৫ লাখ) ডলার তহবিল সংগ্রহ করেছেন ট্রাম্প।মার্কিন নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে অবশ্য ট্রাম্পের রাজনৈতিক তহবিল সংগ্রহের সব তথ্য অন্তর্ভুক্ত নেই অথবা অনলাইন দাতাদের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম