শিরোনাম
২৫ এপ্রিল, ২০২৩ ১৫:০০

যুদ্ধবিরতি সত্ত্বেও সুদানে লড়াই চলছে

অনলাইন ডেস্ক

যুদ্ধবিরতি সত্ত্বেও সুদানে লড়াই চলছে

সুদানের রাজধানী শহরের ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়

সুদানে লড়াইরত জেনারেলরা তিনদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ঘোষণা করেন, ৪৮ ঘণ্টা ধরে নিবিড় আলোচনার পর সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ২৪ এপ্রিল মধ্যরাত থেকে দেশব্যাপী যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি অন্তত ৭২ ঘণ্টা স্থায়ী হবে।

ল-জাজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও সুদানে লড়াই চলছে। ভারী আর্টিলারি এবং বন্দুকের শব্দ শোনা গেছে খাতুর্ম থেকে। 

রাজধানী শহর থেকে আল জাজিরার রিপোর্টার হিবা মর্গান বলেন, রাজধানীর কিছু জায়গায় লড়াই বন্ধ রয়েছে। তবে যত জায়গায় লড়াই বন্ধ রয়েছে তার থেকে বেশি জায়গায় যুদ্ধ চলছে।

হিবা মর্গান বলেন, রাজধানী খার্তুমের উত্তরাংশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। একইসঙ্গে নীল নদের উত্তরাংশেও ধোঁয়া দেখা গেছে।  

বিডিপ্রতিদিন/কবিরুল   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর