টানা কয়েক মাসের ব্যাপক যুদ্ধের পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলে নিয়েছিল রাশিয়া। তবে সেখানে এখন রুশ সেনারা ‘ফাঁদে’ পড়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
কিয়েভ দাবি করেছে, পাল্টা আক্রমণ শুরুর পর ইউক্রেনীয় বাহিনী অনেক অঞ্চলে অগ্রগতি অর্জন করেছে এবং বাখমুত শহরের কাছাকাছি চলে গেছে তারা।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সৈন্যরা যুদ্ধবিধ্বস্ত শহর বাখমুতে দখলদার রাশিয়ান সৈন্যদের ‘ফাঁদে আটকে’ ফেলেছে। সোমবার এই দাবি করেছে ইউক্রেন। পাল্টা আক্রমণের অংশ হিসেবে ইউক্রেনের বাহিনী সেখানে বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে বলেও দাবি করেছে দেশটি।
যদিও যুদ্ধের বিষয়ে রাশিয়া বলছে, মস্কোর বাহিনী পূর্ব ও দক্ষিণে ইউক্রেনের অগ্রগতি প্রতিহত করেছে বা নিয়ন্ত্রণ করেছে।
ইউক্রেনের স্থল বাহিনীর দায়িত্বে থাকা জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে স্পষ্টভাবে বলেছেন, “বাখমুতে শত্রু বাহিনী একটি ফাঁদে আটকা পড়েছে। শহরটি (আমাদের) প্রতিরক্ষা বাহিনীর গোলার নিয়ন্ত্রণে রয়েছে... শত্রুকে তাদের অবস্থান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।”
যুদ্ধক্ষেত্রের এসব পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া রিপোর্ট লেখা পর্যন্ত রাশিয়াও ইউক্রেনের কোনও অগ্রগতির এই দাবি বিষয়টি স্বীকার করেনি। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম