তিউনিসিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করায় ১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ৩৫০ স্কুলের অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক তৃতীয়াংশ শিক্ষক এখন বেতন পাচ্ছেন না। আন্দোলনের জেরে বেতন স্থগিত করার এ সিদ্ধান্ত তিউনিসিয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ শতাংশ শিক্ষক ক্ষতিগ্রস্ত হতে পারেন।
তিউনিসিয়ার সরকার বলছে, দেশের ভয়াবহ অর্থনৈতিক সমস্যার মধ্যে শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি মেনে নেওয়া যায় না।
দেশটির শিক্ষামন্ত্রী মোহাম্মদ আলী বোগদিরি বলেন, স্কুলের শিক্ষার্থীদের গ্রেড না দেওয়া কার্যত একটি বিপর্যয়ের ঘটনা। এটি শিশু শিক্ষার্থীদের বিরুদ্ধে একধরনের অপরাধ।
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া উচ্চ মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান বেকারত্ব ও খাদ্য ঘাটতিতে ভুগছে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষক ইউনিয়নের মধ্যে এ দ্বন্দ্ব তিউনিসিয়ায় চলমান সংকটকে আরও গভীর করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত