জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় তিন জন মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরো তিন জন।
ভারী বৃষ্টিতে নদীর পানি বেড়ে বন্যা দেখা দেয়। বিভিন্ন এলাকায় পাহাড় ধসও হয়েছে। কিশু দ্বীপের অনেক এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।
জাপানের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, কুরুমি শহরে সোমবার ৪০২.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ওই অঞ্চলের সর্বকালের সর্বোচ্চ বৃষ্টিপাত।
বৃষ্টির কারণে অনেক এলাকার রাস্তা ও বিদ্যুতের লাইন কাটা পড়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল