লিথুনিয়ার ন্যাটোর সম্মেলন কেন্দ্র করে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের সামরিক জোটটিকে তোপ দাগলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, ইউক্রেনকে ন্যাটো বিডে অংশগ্রহণ করার জন্য কোনো সময়সীমাই দেয়নি সংস্থাটি। সবকিছুই বিমূর্ত।
টুইটে জেলেনস্কি লিখেছেন, ‘যখন কোনো সদস্যপদের জন্য কোনো সময়সীমাই নির্ধারিত হয়নি তখন এটা একেবারেই অপ্রত্যাশিত ও বিমূর্ত।’ ‘দেখে মনে হচ্ছে ইউক্রেনকে ন্যাটোর সদস্য বানাতে আমন্ত্রণ জানানোর কোনো প্রস্তুতিই এই জোটটির মিত্রদের নেই।’
২০০৮ সালে ইউক্রেনকে সদস্য করবে বলে সম্মত হয়েছিল ন্যাটো। তবে এখন পর্যন্ত কোনো সময়সীমা নির্ধারণ করেনি সংস্থাটি। জেলেনস্কিও তাই ক্ষুব্ধ। তিনি আরো বলেছেন, ‘এখন ভিলনিয়াসের (লিথুনিয়ার রাজধানী) পথে। আমরা ইঙ্গিত পেয়েছি যে ইউক্রেন ছাড়াই সেখানে আলোচনা হবে।’
জেলেনস্কি মনে করছেন, এই অনিশ্চয়তাই একরকম দুর্বলতা। জানিয়েছে, এই সম্মেলনেই তিনি এ বিষয়ে খোলামেলা আলোচনা করবেন।
তিনি আরো বলেছেন, ন্যাটো এমন টালবাহানা করায় রাশিয়া আরো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে উদ্বুব্ধ হচ্ছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল