রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে নেপালে বিধ্বস্ত হেলিকপ্টারের ছয় আরোহী মারা গেছে। মানাং এয়ারের ফ্লাইটটিতে পাঁচ মেক্সিকান পর্যটক ও একজন নেপালি পাইলট ছিল।
নেপালের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।
হেলিকপ্টারটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪ মিনিটে উড্ডয়নের আট মিনিটের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তারা বিশ্বের সর্বোচ্চ শিখরে আরোহণের প্রবেশদ্বার লুকলার কাছে থেকে দেশটির রাজধানী কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক প্রতাপ বাবু তিওয়ারি বলেছেন, স্থানীয়রা এবং পুলিশ জানিয়েছে, ছয়টি মরদেহই উদ্ধার করা হয়েছে।
তিওয়ারি জানান, অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য দুটি হেলিকপ্টার ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। তবে আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টারগুলো ওই এলাকার কাছাকাছি অবতরণ করতে পারেনি।
তাই উদ্ধারকারীরা হেঁটে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছেন। মরদেহগুলো প্রথমে যানবাহনে করে হেলিকপ্টার পর্যন্ত নেওয়া হবে। তারপর সেগুলো কাঠমাণ্ডূতে স্থানান্তর করা হবে।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত