১২ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:১৯

যে শর্তে ইরানকে ৬০০ কোটি ডলার ফেরত দেবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

যে শর্তে ইরানকে ৬০০ কোটি ডলার ফেরত দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পাঁচ নাগরিককে মুক্তি দেওয়ার শর্তে ইরানের জব্দ করা ৬০০ কোটি ডলার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। 

দক্ষিণ কোরিয়া হয়ে কাতারে যাবে এই সম্পদ। তবে সেখানে থাকবে না কোনো নিষেধাজ্ঞার ভয়।

এছাড়াও একই চুক্তির আওতায় ইরানের পাঁচ নাগরিককেও মার্কিন কারাগার থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই অর্থ ফেরত দেওয়ার বিষয়ে একটি আদেশে সই করেছেন। তবে সোমবার পর্যন্ত এই খবর মার্কিন কংগ্রেসকে জানানো হয়নি বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে। 

ইরানের জব্দ করা অর্থ ফেরত দেওয়ার বিষয়টি আগেই থেকেই জানানো হয়েছিল। তবে এবারই প্রথম জানানো হলো, ইরানের কারাবন্দিদের এই চুক্তির আওতায় মুক্তি দেওয়া হবে। তবে এখনো ওই কারাবান্দিদের নাম প্রকাশ করা হয়নি।

তবে রিপাবলিকানরা জো বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। টুইটারে সিনেটর চাক গ্রাসলে বলেছেন, যুক্তরাষ্ট্রকে জিম্মি করে ইরান ছয় বিলিয়ন ডলার নিয়ে নিচ্ছে, যা পরোক্ষভাবে ইরানের সন্ত্রাসমূলক পররাষ্ট্র নীতিকেই আর্থিকভাবে শক্তিশালী করবে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর