ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে শনিবার আচমকা রকেট হামলা চালায় হামাস। এ সময় তারা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে আটক করে। হামাসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, এস ইসরায়েলিকে দিয়ে কারাবন্দী ফিলিস্তিনিদের ছাড়িয়ে আনা হবে। সব ফিলিস্তিনি বন্দীকে মুক্তির জন্য তাদের কাছে যথেষ্ঠ ইসরায়েলি আছে।
হামাসের পলিটিক্যাল ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরোরি বলেন, আমাদের হাতে অনেক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আটকও হয়েছেন অনেকে। লড়াই এখনও চলছে।
হামাস আজ যেসব ইসরায়েলি সেনাকে আটক করেছে, তাদের মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছেন সালেহ আল-আরোরি। তাদের সংখ্যাটা কত, এ নিয়ে কিছু জানাননি তিনি। তবে জ্যেষ্ঠ কর্মকর্তা জিম্মি হয়েছে এমন তথ্য স্বীকার করছে না ইসরায়েল।স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টা থেকে তেল আবিব শহরের উত্তরে মাত্র ২০ মিনিটের মধ্যে ৫ হাজার রকেট ছোড়ে হামাস। এ ছাড়া গাজা উপত্যকা থেকে বহু সশস্ত্র হামাস যোদ্ধা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে প্রবেশ করেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির ২২ অঞ্চলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছে।
হামাসের রাজনৈতিক নীতিনির্ধারণে যুক্ত সালেহ আল-আরোরি বলেন, আমাদের অনেকে (ইসরায়েলের) কারাগারে। তারা শিগগিরই মুক্ত হবেন। আমরা যাদের আটক করেছি, তাদের বিনিময়ে আমাদের সব বন্দীকে ছাড়িয়ে আনব। লড়াই যত দীর্ঘ হবে, যুদ্ধবন্দী তত বাড়তে থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল