২১ অক্টোবর, ২০২৩ ১০:৫৩

গাজায় ভোরে ইসরায়েলের বোমাবর্ষণ, নিহত ২৯

অনলাইন ডেস্ক

গাজায় ভোরে ইসরায়েলের বোমাবর্ষণ, নিহত ২৯

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দক্ষিণ রাফাহ ও উত্তরে জাবালিয়া শহরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সব হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

শনিবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এ খবর নিশ্চিত করে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (২১ অক্টোবর) ভোরে রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। এতে ১৪ জন নিহত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাফাহে এ বোমাবর্ষণের ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ নিখোঁজ রয়েছেন।  

এছাড়া গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শহরে ইসরায়েলের হামলায় আরও ১৪ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে। 

রাফাহ, জাবালিয়া ছাড়াও শুক্রবার রাতে রামাল্লা, নাবলুস, জেরিকো এবং হেব্রনেও বোমাবর্ষণ করেছে ইসরায়েল বাহিনী। এতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বাড়ি ধ্বংস করার পরে ওই কিশোর নিহত হয়। বাড়িটি জেরিকোতে, পশ্চিম তীরের অন্যতম বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবিরে যা আকাবত জাবের নামে পরিচিত।

এ হামলায় সোশ্যাল মিডিয়ার কর্মীসহ ২০ জনের বেশি ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা।

সূত্র : আল-জাজিরা

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর