২৫ অক্টোবর, ২০২৩ ১৪:০৫

ইরান মার্কিনিদের ওপর হামলা করলে কঠোর জবাব : ব্লিঙ্কেন

অনলাইন ডেস্ক

ইরান মার্কিনিদের ওপর হামলা করলে কঠোর জবাব : ব্লিঙ্কেন

ফাইল ছবি

মার্কিনিদের ওপর যদি ইরান বা তার মিত্ররা আক্রমণ করে- তাহলে ওয়াশিংটন দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। 

এরই মধ্যে ফিলিস্তিন অঞ্চলে পূর্ণ মাত্রার স্থলযুদ্ধ শুরু করার ইসরায়েলি হুমকির মুখে যুক্তরাষ্ট্র ৬ লাখ আমেরিকানকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। ইসরায়েল গাজা উপত্যকায় স্থল সেনা পাঠানোর পরিকল্পনার প্রেক্ষিতে মার্কিন কর্তৃপক্ষ ওই অঞ্চল থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিতে একটি সম্ভাব্য পরিকল্পনা তৈরি করেছে পশ্চিমা সংবাদমাধ্যম গুলো জানিয়েছে।

এদিকে, বিশ্ব নেতাদের নিন্দার পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা থামছে না। ইহুদিবাদি সেনাদের হামলায় নিহতের গাজায় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০০ জনে। গতকাল মঙ্গলবার এক রাতে আরও ৮০ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। খবর বিবিসির।

সংঘাত শুরুর পর প্রায় ১৪ দিন পানি ও জ্বালানি প্রবেশ করেনি গাজায়। তীব্র মানবিক সংকটে মুখে রয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। রাফাহ সীমান্তে এসেও ত্রাণবাহী ট্রাক আটকেছিল কূটনৈতিক জটিলতার কারণে। অবশেষে ২১ অক্টোবর শনিবার ২০টি ট্রাক প্রবেশ করে। এরপর সোমবার আরও ১৪টি ত্রাণবাহী ট্রাক যায় গাজায়।

এসবের মাঝেই আগামী বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ফিলিস্তিনের গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। যদিও গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে বাতিল হয়ে যায়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর