২৯ অক্টোবর, ২০২৩ ০৫:৩৪

বিশ্বের কাছে ইসরায়েলের ‘যুদ্ধাপরাধ’ তুলে ধরার ঘোষণা এরদোয়ানের

অনলাইন ডেস্ক

বিশ্বের কাছে ইসরায়েলের ‘যুদ্ধাপরাধ’ তুলে ধরার ঘোষণা এরদোয়ানের

ফিলিস্তিনিদের সমর্থনে তুরস্কে ব্যাপক সমাবেশ হয়

তুরস্কের ইস্তাম্বুলে ‘গ্রেট প্যালেস্টাইন র‌্যালিতে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে। এই সংহতি সমাবেশে দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তার দেশ বিশ্বের সামনে ইসরায়েলকে যুদ্ধাপরাধী হিসেবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।

খবর অনুসারে, শনিবার বিকালে আতাতুর্ক বিমানবন্দরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতায় এরদোয়ান বলেন, আগামীকাল আমরা আমাদের প্রজাতন্ত্রের ১০০তম বার্ষিকীর আনন্দে সারা বিশ্বের কাছে তুলে ধরব। সেই মুহূর্তে আজ আমরা গাজার জন্য আমাদের হৃদয়ের কষ্টের কথা বলছি।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তুরস্ক ও ফিলিস্তিনির পতাকা বহন করে। কেউ কেউ ‘আমরা সবাই ফিলিস্তিনি’, ‘গণহত্যা বন্ধ করো, শিশুদের বাঁচতে দাও’ এবং ‘ফিলিস্তিনি শিশুদের কণ্ঠস্বর হও’ প্লাকার্ড বহন করে ও হেডব্যান্ড পরে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ১৯৪৭ সালে গাজা, ফিলিস্তিন কী ছিল? আজ কি? ইসরায়েল, আপনি এখানে কিভাবে এলেন? আপনি কিভাবে প্রবেশ করলেন? আপনি একজন দখলদার। ইসরায়েল দেশ নয়, একটা সংগঠন। এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক তেল আবিবকে বিশ্বের কাছে যুদ্ধাপরাধী হিসাবে উপস্থাপন করবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর