ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি সরকারের অবস্থানের পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন, চার দিনের যুদ্ধবিরতি কেবল ‘সংক্ষিপ্ত বিরতি’। এটা সমাপ্তির পর ইসরায়েল ‘সম্পূর্ণ সামরিক শক্তি’ নিয়ে কাজ শুরু করবে।
তেল আবিব সফররত ইতালির প্রতিরক্ষামন্ত্রীকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, হামাসের ধ্বংসযজ্ঞ এবং গাজা থেকে জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে আনার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা থেমে থাকব না। সেখানে ২৪০ জন জিম্মি রয়েছে এবং এটি এমন কিছু যা আমরা মেনে নিতে পারি না এবং সহ্য করতে পারি না।
গত ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে যুদ্ধে ৬ হাজার ১৫০ শিশুসহ ১৪ হাজার ৮৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        