অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরাতন শহর দিয়ে পশ্চিম জেরুজালেমের আবু তোর পর্যন্ত একটি ক্যাবল কার নির্মাণের জন্য সিলওয়ান ও এর আশেপাশে ফিলিস্তিনি মালিকানাধীন জমি দখলের ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, কাতার এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের নীতি ও বিধান এবং ইউনেস্কোর প্রাসঙ্গিক রেজুলেশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে।
ইসরায়েলকে জেরুজালেমের ঐতিহাসিক ও আইনগত মর্যাদা পরিবর্তন থেকে বিরত রাখতে পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ দ্বি-রাষ্ট্রীয় সমাধান অর্জনে বাধা সৃষ্টি করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল