মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সতর্ক করে দিয়ে বলেছেন, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।
তিনি বলেন, এটি এই অঞ্চলে গভীর উত্তেজনার মুহূর্ত। এটি এমন একটি সংঘাত যা সহজেই মেটাস্টেসাইজ হতে পারে, যা আরও বেশি নিরাপত্তাহীনতা এবং আরও বেশি ভোগান্তির কারণ হতে পারে।
কাতারে এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন এসব কথা বলেন। সৌদি আরব, ইসরায়েল ও মিশর সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী কাতার ত্যাগ করেন এবং সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান।
যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেন, সংকট নিরসনের প্রচেষ্টা ব্যর্থ হলে এর পরিণতি হবে ‘সহিংসতার অন্তহীন চক্র যা এই অঞ্চলের মানুষের জন্য নিরাপত্তাহীনতা এবং সংঘাতের জীবন বয়ে আনবে।
বিডিপ্রতিদিন/কবিরুল