লোহিত সাগরে যুদ্ধবিমান থেকে হুথিদের একটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, রবিবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে মিসাইলটি ছোঁড়া হয়।
ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্ট জানায়, ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ লোহিত সাগরে মোতায়েন ইউএসএস ল্যাবুনের দিকে ছোঁড়া হয়।
তবে এতে কোনও আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত সপ্তাহে ইয়েমেনে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।
এর প্রতিক্রিয়ায় এই মিসাইল নিক্ষেপ করে হুথি বিদ্রোহীরা। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/আজাদ