একজন শীর্ষ কমান্ডারসহ মিয়ানমারের জান্তা বাহিনীর শতাধিক সেনা দেশটির বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র কাছে আত্মসমর্পণ করেছে।
রাথেডং শহরের পাহাড়েরর ওপর অবস্থিত একটি ট্যাকটিকাল সেনাঘাঁটিও ছেড়ে পালিয়েছে জান্তা সেনারা। আরাকান আর্মির সদস্যরা ওই ঘাঁটি ঘিরে ধরলে মিয়ানমারের সেনারা আত্মসমর্পণে বাধ্য হয়।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, পাহাড়ের চেকপোস্টে আটকে পড়া সেনাদের উদ্ধার করতে দুটি জলযান পাঠিয়েছিল মিয়ানমারের জান্তা সরকার। তবে সেই জলযানেও আক্রমণ করে আরাকান আর্মি। ফলে নিরুপায় সেনারা আত্মসমর্পণ করে।
এছাড়াও উত্তর মংডুর খামুং সেইক গ্রামে আরাকান আর্মির সাথে সংঘর্ষে ২০ জনের বেশি জান্তা সেনা নিহত হয়েছে।
এদিকে, ভারত সীমান্তবর্তী পালেতোয়া শহরের নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি করেছে আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি বলছে, সামরিক বাহিনীর কাছ থেকে পশ্চিম মিয়ানমারের চিন রাজ্যের গুরুত্বপূর্ণ শহর পালেতোয়া দখল করে নিয়েছে তারা। এই শহরটি মিয়ানমার থেকে ভারতে যাওয়ার প্রধান রুট।
সূত্র: ইরাবতী
বিডি প্রতিদিন/নাজমুল