মার্কিন নৌবাহিনী সোমালিয়া উপকূলে একটি জাহাজ থেকে ইরানের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের উপদান জব্দের দাবি করেছে। মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে, অস্ত্র তৈরির উপাদান ইয়েমেনের হুতিদের কাছে যাচ্ছিল।’
খবরে বলা হয়েছে, ওই অভিযানের সময় দু’জন নৌসেনা নিখোঁজ হয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, আট ফুট উপরে উঠে যাওয়ার কারণে একজন পানিতে পড়ে যান। তাকে খোঁজ করতে আরেকজন নামেন তিনিও নিখোঁজ হন।
ইউএস সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন, ‘আমরা আমাদের নিখোঁজ সতীর্থদের খোঁজে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছি।’
অভিযান পরিচালনার সময় মার্কিন নৌবাহিনীর সদস্যরা জাহাজে উঠে ইরানের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের উপাদানগুলো জব্দ করে। যার মধ্যে হুতিদের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এমআরবিএম) এবং জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র (এএসসিএম) এবং বিমান প্রতিরক্ষা সম্পর্কিত উপাদান প্রপালশন, গাইডেন্স এবং ওয়ারহেড ছিল।
সেন্টকম বলেছে, প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, এই একই অস্ত্র হুতিরা ব্যবহার করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল