ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক অভিযানের ‘গভীর পর্যায়’ শিগগিরই শেষ হবে।
গ্যালান্ট বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী গাজার উত্তরাঞ্চলে ‘প্রতিরোধের পকেট নির্মূলে’ কাজ করছে। আমরা অভিযান, বিমান হামলা, বিশেষ অভিযান এবং অতিরিক্ত কার্যক্রমের মাধ্যমে সফলতা অর্জন করব।
৭ অক্টোবরের হামলার পর গ্যালান্ট বলেন, মূল পরিকল্পনা ছিল গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ‘নিবিড় পর্যায়’ প্রায় তিন মাস স্থায়ী হবে। তবে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের অভিযানকে ‘স্থলের বাস্তবতা’ এবং ‘গোয়েন্দা তথ্য’ অনুযায়ী মানিয়ে নেবে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার রাতে ঘোষণা করেছে, তাদের সেনাবাহিনীর একটি ডিভিশন গাজা উপত্যকা ত্যাগ করেছে। এটা যুদ্ধের একটি নতুন পর্যায়ে স্থানান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল