১৭ জানুয়ারি, ২০২৪ ২১:২৪

পাকিস্তান-ইরান উত্তেজনা, যা বলছে চীন

অনলাইন ডেস্ক

পাকিস্তান-ইরান উত্তেজনা, যা বলছে চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

তেহরানের বিমান হামলায় দুই শিশু নিহত ও তিনজন আহত হওয়ার পর পাকিস্তান ও ইরানকে ‘সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘আমরা উভয় পক্ষকে সংযম প্রদর্শন, উত্তেজনা বাড়াবে এমন পদক্ষেপ এড়ানো এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, আমরা ইরান ও পাকিস্তান উভয়কেই ঘনিষ্ঠ প্রতিবেশী এবং প্রধান ইসলামিক দেশ হিসেবে বিবেচনা করি।

 ইরান কর্তৃক বিনা প্ররোচনায় আকাশসীমা লঙ্ঘনের তীব্র নিন্দা এবং সতর্ক করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন পুরোপুরি অগ্রহণযোগ্য এবং এর গুরুতর পরিণতি হতে পারে।

পাকিস্তান বলেছে, এটি অধিক উদ্বেগজনক কারণ পাকিস্তান ও ইরানের মধ্যে যোগাযোগের বেশ কয়েকটি চ্যানেল থাকা সত্ত্বেও এই অবৈধ কাজটি সংঘটিত হয়েছে।

এই ঘটনায় পাকিস্তান ইরানের রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে। ইতিমধ্যে পাকিস্তানের ‘তীব্র প্রতিবাদ’ তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে উপস্থাপন করা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর