ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ইরানের ওপর ইতোমধ্যে সরাসরি হামলা চালাচ্ছে। এ সময় তিনি বলেন, তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার দেশ।
ইসরায়েল কেন ইরানে সরাসরি হামলা না করে দেশটির প্রক্সিগুলোর ওপর হামলা চালাচ্ছে- বৃহস্পতিবার তেল আবিবে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘কে বলেছে আমরা ইরানে হামলা করছি না, আমরা হামলা করছি।’
ইসরায়েল দাবি করেছে, ৭ অক্টোবরের হামলার পরিকল্পনায় জড়িত ছিল ইরান। ওইদিন গাজার কাছে হামাসের অতর্কিত হামলায় প্রায় ১২০০ লোক নিহত হয় এবং অনেককে জিম্মি করা হয়। এই ঘটনায় ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহলে যুদ্ধ ঘোষণা করে তীব্র বোমাবর্ষণ শুরু করে। যুদ্ধে গাজায় এখন পর্যন্ত প্রায় ২৪ হাজার মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
পশ্চিম জেরুজালেমের দাবি, হামাস গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতেই এই অভিযান।
এর আগে ইসরায়েল খোলাখুলিভাবে অভিযোগ করেছিল যে, ইরান হামাসকে ‘অর্থ, প্রশিক্ষণ, অস্ত্র এবং প্রযুক্তিগত জ্ঞান’ এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে।
নেতানিয়াহু দাবি করেন, ইরান এর পেছনে অবস্থান করছে। ইরানের সঙ্গে আমাদের সংঘর্ষ চলছে। ইরান আমাদের ধ্বংস করার জন্য কী করতে পারে তা কল্পনায় আনতে পারবেন না। এ সময় তিনি বলেন, কেবল একটি চুক্তিতে সম্মত হবো যা পুরো গাজার ওপর পশ্চিম জেরুজালেমকে নিরাপত্তার নিয়ন্ত্রণ দেয়।
তবে ইরান ইসরায়েলে হামাসের হামলায় তাদের কোনো ভূমিকা অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, এই ধরনের অভিযোগ ‘রাজনৈতিক কারণে’ করছে ইসরায়েল।
বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান হচ্ছে অক্টোপাসের প্রধান এবং আপনি এর জাল হুতি থেকে শুরু করে হিজবুল্লাহ, হামাস- চারিদিকে দেখতে পাচ্ছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল