২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৫৮

অস্ট্রেলিয়ার সাবেক এমপির বিরুদ্ধে বিদেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার সাবেক এমপির বিরুদ্ধে বিদেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

অস্ট্রেলিয়ার এক সাবেক রাজনীতিবিদের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দাদের কাছে ‘দেশ বিক্রি’ করে দেয়ার অভিযোগ এনেছেন দেশটির গোয়েন্দা প্রধান।

গোয়েন্দা প্রধান মাইক বার্গেস দাবি করেছেন, ওই এমপিকে প্রধানমন্ত্রীর পরিবারের তথ্যে প্রবেশাধিকার দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। 

তবে ওই এমপির নাম উল্লেখ করেননি গোয়েন্দা প্রধান। কোন দেশের হয়ে কাজ করেছেন সে বিষয়ে কোনো তথ্যও তিনি দেননি। তবে তিনি জানিয়েছেন, বেশ কয়েক বছর আগে এই কাণ্ড ঘটেছিল।

এই দাবির পরই নড়েচড়ে বসেছে ক্যানবেরা। অনেকেই দাবি তুলেছেন, ওই এমপির পরিচয় প্রকাশের।

অস্ট্রেলিয়ার গোয়েন্দা প্রধান জানিয়েছেন, ওই ষড়যন্ত্রকারী চক্র শেষ পর্যন্ত আগাতে পারেনি। তবে তারা প্রধানমন্ত্রীর পরিবারের এক সদস্যকেও এই গোয়েন্দা তলে ভেড়ানোর প্রস্তাবও দিয়েছিল।


সূত্র:বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর