২৬ মে, ২০২৪ ২০:৪১

তেল আবিবে হামাসের রকেট হামলা

অনলাইন ডেস্ক

তেল আবিবে হামাসের রকেট হামলা

ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে একটি ‘বড়’ রকেট হামলা চালানোর কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রায় চার মাসের মধ্যে গোষ্ঠীটি এই প্রথম এমন হামলা শুরু করার কথা জানাল। খবর বিবিসির

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা থেকে অন্তত ৮টি রকেট ছোড়া হয়েছে। এগুলোর বেশ কয়েকটিকে বাধা দেওয়া হয়েছে। তবে এসব রকেট হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ইসরায়েলের গণমাধ্যম হারজলিয়া শহরের একটি ভবনের বাগানে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে থাকার ফুটেজ প্রকাশ করেছে। অন্য আরেকটি গণমাধ্যমে কাফর সাবা কেন্দ্রীয় শহরের কাছে একটি খোলা জায়গায় এসে পড়া একটি রকেটের আঘাতে বড় গর্ত দেখা গেছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে হামাসের সামরিক শাখা ইজ্জেদাইন আল-কাসাম ব্রিগেড বলেছে, তারা ‘বেসামরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী (ইসরায়েলি) গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে একটি বড় রকেট হামলা চালিয়ে তেল আবিবকে লক্ষ্যবস্তু করেছে’।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর