১৩ অক্টোবর, ২০২৪ ০৯:১২

ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে ইসরায়েলি প্রতিরক্ষার যে দুর্বলতা জানে তেহরান

অনলাইন ডেস্ক

ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে ইসরায়েলি প্রতিরক্ষার যে দুর্বলতা জানে তেহরান

ফাইল ছবি

ইহুদিবাদী ইসরায়েলে ইসলামী ইরানের পরবর্তী পদক্ষেপ হতে পারে আরও অনেক বেশি ধ্বংসাত্মক। এর আগে, ইরানের 'সত্য প্রতিশ্রুতি-২' শীর্ষক অভিযান প্রমাণ করেছে যে দেশটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে সক্ষম। যা ইসরায়েলের দুর্বলতার প্রকাশ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফ।  দৈনিকটি আরও লিখেছে, বিশেষজ্ঞরা এটা বোঝার চেষ্টা করছেন যে পশ্চিম এশিয়ায় যুদ্ধ তীব্রতর হলে ইসরায়েল ইরানের আরও বেশি ক্ষেপণাস্ত্র হামলার জোয়ার থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবে কি?

বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ আরও লিখেছে, ভিডিও চিত্র থেকে এটা বোঝা যাচ্ছে যে ইসরায়েল সম্ভবত একই সময়ে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকানোর মত যথেষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেমের অধিকারী নয়।

বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ওই একই রিপোর্টে বলা হয়েছে, এ ভয় রয়েছে যে বিশেষ করে ইরানের ড্রোন হামলাগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যবস্থায় বিঘ্ন ঘটিয়ে এতে বিভ্রান্তি সৃষ্টি করেছে বা এই ব্যবস্থা ওলট-পালট করে দিয়েছে অথবা এইসব সিস্টেমের দুর্বলতার দিকগুলো ইরান জেনে গেছে।  

ব্রিটেনের এই দৈনিক লিখেছে, ইরান তার মিত্রদের সঙ্গে সমন্বয় করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের বিশাল হামলা চালিয়ে ইসরায়েলের আকাশ-প্রতিরক্ষা সিস্টেমগুলোকে অকার্যকর করতে সক্ষম হয়েছে এবং ইসরায়েলের জন্য ব্যাপক বিস্তৃত ধ্বংসযজ্ঞ বয়ে এনেছে। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর