নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে নির্বাচনে ‘বিশাল কারচুপির’ শঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রুথে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে কারচুপির ব্যাপারে সতর্কতা দিয়েছেন। তবে তিনি কোথা থেকে কারচুপির তথ্য পেলেন সেটি নিশ্চিত নয়।
ট্রুথে নিজের অ্যাকাউন্ট থেকে ট্রাম্প লিখেছেন, “ফিলাডেলফিয়াতে অনেকে বিশাল কারচুপির কথা বলছেন। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী আসছে!!!”
পেনসিলভেনিয়ার সবচেয়ে জনবহুল শহর হলো ফিলাডেলফিয়া। অপরদিকে পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ষষ্ঠ জনবহুল। আর এমন বড় একটি শহরেই ভোট কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এখনো ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ভোটগ্রহণ শুরু হয়। এরপর বেলা গড়িয়ে দুপুর হয়। এই সময়ের মধ্যে অনেকেই ভোট দেন। তাদের একজন ইমাদ আসুফি। ডিয়ারব্রোনের বাসিন্দা এই আরব আমেরিকান জানিয়েছেন তিনি তার ভোটটি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
আসুফি বলেছেন, শুধু তিনি নন অনেক আরব আমেরিকানই এবার জো বাইডেন আর কমালা হ্যারিসের ওপর থেকে নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলেছেন। কারণ তারা ফিলিস্তিনের গাজা ও লেবাননে যুদ্ধ বন্ধ করতে পারেননি। এ কারণে কমালাকে না দিয়ে ট্রাম্পকে ভোট দিচ্ছেন তারা।
এই আরব আমেরিকান সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, “আমাদের প্রতি তাদের সম্মান নেই। এই সম্মানের অভাবে আরব আমেরিকানরা রিপাবলিকানদের প্রতি ঝুঁকছে।”
তিনি আরও বলেন, “আমরা ডেমোক্র্যাটিক (কমালার দল) পার্টির কাছে আমাদের উদ্বেগের কথা অনেকবার বলেছি। কিন্তু আমরা দেখলাম আমাদের কথা আসলে শোনা হচ্ছে না। আমরা আর এসব চাই না। আমরা শান্তি চাই।”
বিডি প্রতিদিন/আশিক