ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস সহজেই ২২৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটে পৌঁছাতে তাকে কয়েকটি গুরুত্বপূর্ণ সুইং স্টেটে জিততে হবে। এই সুইং স্টেটগুলোর মধ্যে পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন এবং নেভাদা উল্লেখযোগ্য।
তবে প্রাথমিক ফলাফল অনুযায়ী, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রভাব বেশি দেখা যাচ্ছে। এ অবস্থায় হ্যারিসের জয়ের সম্ভাব্য পথ হতে পারে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে বিজয় লাভ, যা ঐতিহ্যগতভাবে ‘ব্লু ওয়াল’ বা ডেমোক্র্যাটিক শক্তির অঞ্চল নামে পরিচিত।
বর্তমানে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখনও কোনো সুইং স্টেটের ফলাফল ঘোষণা করেনি। ফলে এই গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর ফলাফলই শেষ মুহূর্তে নির্বাচনের ফলাফল নির্ধারণে প্রভাব ফেলতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল