টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি ফোন কলে আকস্মিক আগমন করেন। সূত্র মতে, প্রায় ২৫ মিনিট ধরে চলা এই কলে ট্রাম্প মাস্কের কাছে ফোন তুলে দেন এবং মাস্ক ও জেলেনস্কির মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। জেলেনস্কি মাস্ককে ইউক্রেনে তার প্রতিষ্ঠান স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইট সেবা প্রদানের জন্য ধন্যবাদ জানান। মাস্ক সেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
মাস্ক শুরু থেকেই ইউক্রেনকে বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট প্রদান করছিলেন। এটা যুক্তরাষ্ট্র সরকারসহ কয়েকটি উৎসের আর্থিক সহায়তায় সম্পন্ন হয়। যদিও তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মিশ্র অবস্থান রেখেছেন।
একটি জীবনীতে বর্ণিত হয়েছে, মাস্ক একবার ইউক্রেনের অনুরোধে ক্রিমিয়ার ওপর স্যাটেলাইট কার্যকর করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, স্পেসএক্স এই যুদ্ধকে ঘনীভূত করার জন্য সরাসরি জড়িত হতে চায় না।
ট্রাম্প ও জেলেনস্কির কল, জেলেনস্কির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। ট্রাম্প ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। যদিও তিনি বিস্তারিত আলোচনা এড়িয়ে যান। পরে জেলেনস্কি টুইট করেন, উভয়ের মধ্যে সংলাপ চলমান ও সহযোগিতা জোরদারের বিষয়ে ঐক্যমত হয়েছে।
এদিকে, মাস্কের ইউক্রেন-রাশিয়া সম্পর্কিত মন্তব্য প্রায়ই বিতর্কের জন্ম দেয়। তার ‘শান্তি পরিকল্পনা’ কিছু বিশেষজ্ঞের মতে প্রো-ক্রেমলিন ধারণাকে উসকে দেয়। এমনকি মাস্ককে নিয়মিত পুতিনের সাথে যোগাযোগ করতে দেখা গেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল