ইসরায়েলের চারটি ট্যাংক শুক্রবার লেবাননের সীমান্ত গ্রাম খিয়ামের পশ্চিমাংশে প্রবেশ করেছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানায়, এই ঘটনা বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি পরিস্থিতিকে উত্তপ্ত করেছে।
এর আগে যুদ্ধবিরতির ঘোষণা হওয়ার পর মঙ্গলবার রাতে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে সেনা অবস্থানের ওপর হামলা চালায়। ইরান সমর্থিত এই গোষ্ঠী জানায়, তারা শেতুলা ও কিরিয়াত শিমোনা এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর রকেট নিক্ষেপ করেছে। এতে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হয়।
বুধবার ভোর ৪টা থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছে।
যুদ্ধের সময় ইসরায়েলি বিমান হামলায় লেবাননের অনেক অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে ইসরায়েল সীমান্তজুড়ে সেনা মোতায়েন করেছে।
এই সংঘর্ষের সূত্রপাত হয় ৭ অক্টোবর, ২০২৩-এ। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরায়েলে আক্রমণের পর তাদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ সীমান্তের ওপার থেকে আঘাত হানে। এতে দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।
যুদ্ধবিরতির পরবর্তী পরিস্থিতি এখনও অস্থির। ইসরায়েলি ট্যাংকের লেবাননে প্রবেশ এবং হিজবুল্লাহর হামলা পরিস্থিতিকে আরও জটিল করেছে। দুই পক্ষের উত্তেজনা নতুন করে সহিংসতা শুরুর ইঙ্গিত দিচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল