ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হয়ে স্পর্শকাতর তথ্য সংগ্রহের অভিযোগে ব্রিটেনের সাবেক সেনা সদস্য ড্যানিয়েল আবেদ খলিফে দোষী সাব্যস্ত হয়েছেন। বৃহস্পতিবার লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টে এ রায় ঘোষণা করা হয়।
২০১৯ সালের মে থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ব্রিটিশ বিশেষ বাহিনীর সদস্যদের নামসহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন খলিফে। প্রসিকিউটর মার্ক হেইউড জানান, এ ধরনের কর্মকাণ্ড শত্রুদের জন্য সহায়ক হতে পারে।
২০২৩ সালের জানুয়ারিতে তিনি একটি ভুয়া বোমা রেখে পালিয়ে যান। পরে সেপ্টেম্বরে লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগার থেকে একটি ডেলিভারি ভ্যানে করে পালিয়ে যান। এরপর ব্রিটেন জুড়ে তার সন্ধানে তল্লাশি শুরু হয়।
২৩ বছর বয়সী এই অভিযুক্ত ‘ডাবল এজেন্ট’ হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন। তিনি আদালতে বলেন, ‘আমি এবং আমার পরিবার ইরান সরকারের বিরোধী।’
খবর অনুসারে, কর্মকর্তা গোপনীয় আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ২৩ ঘণ্টার বেশি সময় ধরে বিচারকদের বিবেচনার পর তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে বোমা ভীতির অভিযোগে তাকে নির্দোষ ঘোষণা করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল