আবারও বন্ধু ভ্লাদিমির পুতিনের পক্ষই নিলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। এবার তিনি বলেছেন, ইউক্রেনের বিপক্ষে রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে।
শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভের সঙ্গে দেখা করেছেন কিম। তখন তিনি বলেছিলেন, কিয়েভকে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে আক্রমণ করতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। রাশিয়ার উচিত কড়া পদক্ষেপ নেওয়া।
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সব সময় সমর্থন করার প্রতিশ্রুতিও দিয়েছেন কিম।
কিম বলেছেন, ইউক্রেনের দূরপাল্লার অস্ত্রের ব্যবহার যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের ফল এবং মস্কোর আত্মরক্ষায় লড়াই করার অধিকার রয়েছে।
২ নভেম্বর ইউক্রেনের সামরিক গোয়েন্দা (জিইউআর) জানিয়েছে- রাশিয়া অক্টোবরের শেষ সপ্তাহে সাত হাজার উত্তর কোরিয়ার সেনাকে ইউক্রেনের নিকটবর্তী এলাকায় স্থানান্তর করেছে। ২৮টি রুশ বিমানে তাদের পরিবহন করা হয়েছে।
ইউক্রেনের পক্ষ থেকে এ দাবি করা হলেও রাশিয়া বা পিইয়ংইয়ং যুদ্ধে সেনা নামানোর কথা স্বীকার করেনি। এমন অভিযোগের মধ্যে বারবার উত্তর কোরিয়া রাশিয়াকে যুদ্ধে সমর্থন দেওয়ার অঙ্গীকার করে আসছে। কিম জং উনে সর্বশেষ প্রতিশ্রুতিও এ ধারাবাহিকতার অংশ।
বিডি প্রতিদিন/নাজমুল