প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় নিযুক্ত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিজেদের সৈন্য প্রত্যাহার করছে।
গোষ্ঠীটির ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, হিজবুল্লাহ যোদ্ধারা হোমস ও দামেস্ক শহর থেকে সরে যাচ্ছে।
অন্যদিকে, সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের সীমান্তের কাছে পশ্চিমাঞ্চলীয় শহর কুসাইর থেকেও পিছু হটেছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আর আসাদ পালিয়ে যাওয়ার পর বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়েন। এরপরই মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজধানীতে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ।
বাশার আল-আসাদের পালানোর খবর শুনে রাজধানী দামেস্কের রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ।
তারা নেচে-গেয়ে উল্লাস করছেন। পাশাপাশ ‘স্বাধীনতা’ নিয়ে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।
এদিকে, সিরিয়াকে ‘মুক্ত’ ঘোষণা করেছেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)। বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পরই গোষ্ঠীটি এই ঘোষণা দেয়।
রবিবার সকালে এইচটিএস এক টেলিগ্রাম পোস্টে বলে, স্বৈরশাসক বাশার আল-আসাদ পালিয়েছেন। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা হলো।”
বিদ্রোহী গোষ্ঠীটি ঘোষণা দিয়ে বলে, “আসাদ সরকারের অর্ধ শতাব্দীর শাসনামলে বাস্তুচ্যুত বা কারাগারে বন্দি সিরিয়ানরা এখন ঘরে ফিরতে পারবেন।”
“এটি হবে একটি ‘নতুন সিরিয়া’, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচারের জয় হবে”, জানায় এইচটিএস। সূত্র: আল-জাজিরা, রয়টার্স, বিবিসি
বিডি প্রতিদিন/একেএ