লন্ডনে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থা। স্থানীয় সময় সোমবার দুপুরে আড়াইটার দিকে দক্ষিণ-পশ্চিম লন্ডনে বিদ্যুৎ বিভ্রাটের ফলে ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাতাল রেললাইন বন্ধ হয়ে গেছে। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ বিভ্রাটের ফলে লন্ডনের পূর্ব-পশ্চিমাঞ্চলের এলিজাবেথ লাইন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিশেষ করে প্যাডিংটন থেকে অ্যাবি উড পর্যন্ত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। আর পুরোপুরি বন্ধ রয়েছে বেকারলু লাইন। এটি এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসল থেকে উত্তর-পশ্চিম লন্ডন পর্যন্ত বিস্তৃত। জুবিলি লাইনের লন্ডন ব্রিজ থেকে ফিঞ্চলি রোড পর্যন্ত পরিষেবা বন্ধ এবং বাকি অংশেও বেশ ভোগান্তির শিকার হয়েছে যাত্রীরা। হঠাৎ এমন বিদ্যুৎ বিভ্রাটের ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এলিজাবেথ লাইনের যাত্রীরা।
গ্লাসগো থেকে হিথ্রো হয়ে প্যাডিংটনে এসে পৌঁছানো যাত্রী অ্যালিসন হেনড্রি বলেন, এটা খুবই বিরক্তিকর যে আমাদের আগে থেকে জানানো হয়নি। আমরা পুরো স্টেশনটা হেঁটে পার হয়ে এলাম, এখন আবার ফিরে যেতে হবে।
তার সঙ্গে থাকা জোসেফ রিচার্ডসন বলেন, আমার তেমন ক্ষতি হয়নি। তবে যাদের তাড়া রয়েছে তাদের বেশ সমস্যা পোহাতে হচ্ছে। সূত্র: বিবিসি, স্কাই নিউজ, সিবিএস নিউজ
বিডি প্রতিদিন/একেএ