গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। মার্কিন-ইসরায়েলি বন্দীকে হস্তান্তরের পর গাজায় আবার বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। গত একদিনে এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৯ জন ফিলিস্তিনি। মঙ্গলবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমানের শব্দ শুনেছেন তারা। পরিবারগুলো তাদের সদস্যদের জন্য খাবার নিশ্চিত করতে পারছেন না। তারা বলছেন, খাবার দেয়া সম্ভব হচ্ছে না তাদের সন্তানদের। ক্ষুধার্ত অবস্থায় তাদের সন্তানরা দিনপার করছে।
জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞদের একটি প্যানেল সতর্ক করেছে যে, দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে গাজার সমগ্র জনসংখ্যা। উপত্যকায় ৫ লাখ মানুষ অনাহারের মুখোমুখি হচ্ছে।
এদিকে, গাজায় আটক সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি নাগরিক এডান আলেক্সান্ডারকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে সোমবার ওই জিম্মিকে মুক্তি দেয় গাজার শাসক গোষ্ঠীটি। ২১ বছর বয়সী আলেক্সান্ডার গত বছরের ৭ অক্টোবর গাজা সীমান্ত থেকে হামাসের হাতে আটক হন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভিজাত ইউনিটে কর্মরত ছিলেন। হামাস জানিয়েছে, এই সিদ্ধান্তটি মানবিক সহায়তা প্রবেশে সুবিধা করে দেবে এবং যুদ্ধবিরতির দিকে অগ্রসর হওয়ার পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম