সামরিক ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম কেনাকাটায় বড় ধরনের ঘুষ ও দুর্নীতির তথ্য উদঘাটন করেছে ইউক্রেনের দুর্নীতিবিরোধী সংস্থাগুলো। এতে সঙ্গে জড়িত অভিযোগে এক ইউক্রেনীয় সংসদ সদস্য (এমপি), জেলা ও শহর প্রশাসনের প্রধানরা এবং জাতীয় গার্ডের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে জানান, এই দুর্নীতির ঘটনায় সরকারিভাবে নির্ধারিত দামের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি দামে সরবরাহকারীদের সঙ্গে চুক্তি করা হয়েছিল।
তিনি আরও বলেন, ইউক্রেনে দুর্নীতির প্রতি ‘জিরো টলারেন্স’ থাকতে হবে এবং দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর কর্মকাণ্ডের প্রশংসা করেন।
এর আগে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের পর বৃহস্পতিবার ইউক্রেনের দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়। সরকারের এক প্রস্তাবিত বিল অনুযায়ী, ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো ও স্পেশালাইজড অ্যান্টি-করাপশন প্রসিকিউটরস অফিসের স্বাধীনতা খর্ব করা হচ্ছিল, যা বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়।
জেলেনস্কি দাবি করেন, এই সংস্থাগুলোকে ‘রুশ প্রভাব থেকে মুক্ত’ করার জন্য তিনি এ ধরনের পদক্ষেপ নিতে চেয়েছেন এবং উচ্চপর্যায়ের দুর্নীতির মামলায় কে অভিযুক্ত হবে তা নির্ধারণের ক্ষমতা অ্যাটর্নি জেনারেলের হাতে দিতে চেয়েছিলেন। তবে অনেকেই এটিকে ইউক্রেনে দুর্নীতিবিরোধী প্রচেষ্টার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ