Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৫৫

‘যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা ইসলামবিরোধী নয়’

‘যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা ইসলামবিরোধী নয়’

সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা ‘ইসলামবিরোধী’ নয় বলে জানিয়েছেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জাইয়িদ আল নাহিয়ান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গতকাল একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী শেখ নাহিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্রে ভ্রমণ সংক্রান্ত নতুন প্রশাসনের গৃহীত সিদ্ধান্ত কোনো একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে তা বলা ভুল হবে। এটি দেশটির স্বার্বভৌম সিদ্ধান্ত।’ ভ্রমণ নিষেধাজ্ঞাকে সাময়িক এবং তা বিশ্ব মুসলিমদের বৃহত্তর সম্প্রদায়ের জন্য প্রযোজ্য নয় বলেও যোগ করেন তিনি।

ইরান, ইরাক, সিরিয়া, সুদান, ইয়েমেন, সোমালিয়া ও লিবিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা নিয়ে গত ২৭ জানুয়ারি একটি নির্বাহী আদেশ দেন ট্রাম্প। তার এ আদেশের নিন্দা জানিয়ে খোদ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে তুমুল বিক্ষোভ হচ্ছে। এএফপি।


আপনার মন্তব্য