শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বার্ডফ্লুতে মৃত্যু বাড়ছে চীনে

চীনে ২০১৩ সালে এইচ৭এন৯ বার্ডফ্লুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটি সবচেয়ে বেশি খারাপ সময় পার করছে। রোগটি এখন ভয়াবহ মহামারীতে রূপ নিয়েছে। দেশটিতে শুধু চলতি বছরের জানুয়ারি মাসেই ৭৯ জন এই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এর ফলে দেশটির বেশ কয়েকটি নগরীতে পোল্ট্রি মার্কেট বন্ধ করতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা। জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন বুধবার জানিয়েছে, জানুয়ারি মাসের শেষ দিকে মোট প্রায় ১০০ মানুষ  বার্ডফ্লুতে মারা গেছে। শীতকালেই সাধারণত রোগটির প্রকোপ দেখা দেয় এবং বসন্তকাল পর্যন্ত তা চলে। এএফপি।

সর্বশেষ খবর