বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পরমাণু বোমা মজুদ করছে পাকিস্তান

পাকিস্তান তার পরমাণু বোমার অনেকগুলোই মাটির নিচে মজুদ করছে। আর এগুলো রাখা হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সাড়ে ৭০০ কিলোমিটার দূরে ভূগর্ভে। গতকাল ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য দিয়েছে। খবরে দাবি করা হয়েছে, অমৃতসরের সাড়ে ৩০০ কিলোমিটার দূরে মিলানওয়ালিতে এ সব পরমাণু অস্ত্র মজুদ করা হচ্ছে। খবরে আরও দাবি করা হয়েছে, পাকিস্তান ১৪০টি পরমাণু বোমার মজুদ গড়ে তুলেছে। বর্তমানে এ সব অস্ত্র মজুতের জন্য ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। এ স্থাপনায় তিনটি করে সুড়ঙ্গ রয়েছে এবং পরস্পরের সঙ্গে সংযুক্ত এ সব সুড়ঙ্গ। প্রতিটি সুড়ঙ্গের উচ্চতা ১০ মিটার এবং দৈর্ঘ্য ১০ মিটার। প্রশস্ত সড়ক দিয়ে এ সব সুড়ঙ্গের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। প্রতি সুড়ঙ্গে ১২ থেকে ২৪টি পরমাণু অস্ত্র মোতায়েন করা যাবে বলে গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে খবরে দাবি করা হয়েছে।

সর্বশেষ খবর